Nabadhara
ঢাকাশুক্রবার , ২ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে ফেসবুকে ছবি–ভিডিও পোস্টের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ

হবিগঞ্জ জেলা প্রতিনিধি
জানুয়ারি ২, ২০২৬ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ জেলা প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে ফেসবুকে ছবি ও ভিডিও আপলোড করে সামাজিকভাবে হেয় করা ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর পৌরসভার মো. আলমগীর নামে এক ব্যক্তির নেতৃত্বে গড়ে ওঠা এ চক্রটি পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের ব্যবসায়ী ও ধনাঢ্য ব্যক্তিদের টার্গেট করে চাঁদা দাবি করে আসছে। চক্রের সদস্যরা ভুক্তভোগীদের জানায়, তাদের সঙ্গে বিগত স্বৈরাচার সরকারের নেতাকর্মীদের ছবি বা ভিডিও রয়েছে। এসব ছবি ফেসবুকে আপলোড করে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে প্রশাসনের মাধ্যমে গ্রেপ্তার করানো হবে—এমন ভয় দেখিয়ে টাকা আদায় করা হয়।

ভুক্তভোগীদের বেশিরভাগই হিন্দু ব্যবসায়ী হওয়ায় তারা ভয়ে প্রকাশ্যে অভিযোগ করতে সাহস পাচ্ছেন না বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, চক্রটির দাবি অনুযায়ী টাকা না দিলে মো. আলমগীর নিজের ফেসবুক আইডিতে ছবি বা ভিডিও পোস্ট করে সামাজিকভাবে হেয় করা ও মব সৃষ্টির অপচেষ্টা চালায়।

এ বিষয়ে আন্দিউড়া ইউনিয়নের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, আলমগীর তার কাছে টাকা দাবি করে বলেন—টাকা না দিলে স্থানীয় আওয়ামী লীগের এক নেতার সঙ্গে তার ছবি ফেসবুকে পোস্ট করা হবে এবং পুলিশ দিয়ে গ্রেপ্তার করানো হবে। ওই ব্যবসায়ী বলেন, “ওই আওয়ামী লীগ নেতা আমার আত্মীয়। তার সঙ্গে আমার ছবি থাকতেই পারে। আমি টাকা দিতে রাজি হইনি। পরে আলমগীর সেই ছবি ফেসবুকে পোস্ট করে আমাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে গ্রেপ্তারের দাবি জানায়।”

আরেক ব্যবসায়ী শ্রীবাস সরকার অভিযোগ করে বলেন, চাঁদাবাজ চক্রের সদস্য রনি তার কাছে দুই লাখ টাকা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে আলমগীর এআই প্রযুক্তি ব্যবহার করে তার ছবি এডিট করে ফেসবুকে পোস্ট করে প্রশাসনের কাছে তাকে গ্রেপ্তারের দাবি জানায়।

এদিকে শেখ শাহ আলম নামে আওয়ামী লীগের এক কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীর সঙ্গে মো. আলমগীরের ছবি পোস্ট করে দাবি করেন, “আমরা যদি আওয়ামী লীগের দোসর হই, তাহলে আলমগীরও তাই।” তিনি আরও দাবি করেন, ২০১৮ সালে অ্যাডভোকেট মাহবুব আলীর হাত ধরে আলমগীর আওয়ামী লীগে যোগ দেন এবং রাজনৈতিক পটপরিবর্তনের পর এখন বিএনপিতে যাওয়ার চেষ্টা করছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, আলমগীরের কাছে তিনটি চোরাই সিএনজি ও একটি চোরাই মোটরসাইকেল রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মাধবপুর বাজারের এক হিন্দু ব্যবসায়ী জানান, আলমগীর বহু মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করেছে। তিনি অভিযোগ করে বলেন, “আলমগীর বিএনপি পরিচয় দিয়ে চাঁদাবাজি করে। সেই টাকা দিয়ে সন্ধ্যায় মাধবপুর পলিটেকনিক্যাল স্কুল এলাকার আশপাশে ইয়াবা সেবন করে।”

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য মো. আলমগীরের মোবাইল ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

স্থানীয়দের দাবি, অবিলম্বে এ চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে সাধারণ মানুষ বিশেষ করে সংখ্যালঘু ব্যবসায়ীরা হয়রানি ও ভয়ভীতি থেকে মুক্তি পায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।