Nabadhara
ঢাকাশুক্রবার , ২ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে জোরপূর্বক ভূমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

নোয়াখালী প্রতিনিধি
জানুয়ারি ২, ২০২৬ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড আজিজপুরে ব্যবসায়ী মিল্লাতুর রহমান মিরন ও আমেরিকান প্রবাসী মিজানুর রহমানের জায়গা জোরপূর্বক দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

শুক্রবার দুপুর ৩টায় নিজের বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে মিল্লাতুর রহমান মিরন অভিযোগ করেন, পারিবারিক একটি মূল্যবান জমি তাঁর ভাই ও এক বোনকে বাদ দিয়ে মিথ্যা ষড়যন্ত্রমূলক বণ্টকনামা তৈরির মাধ্যমে বিক্রি করা হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, “সম্পত্তির একাধিক ওয়ারিশকে বাদ দিয়ে বণ্টকনামা তৈরি করা সম্পূর্ণ অবৈধ। সেই কারণে ওই জমির বিক্রিও অবৈধ। আমাদের প্রাপ্য হিস্যা এখনও চিহ্নিত করে দেওয়া হয়নি।”

তিনি আরও অভিযোগ করেন, চার বোনের ঈন্দ্রনে স্থানীয় সন্ত্রাসী হাসান, ফিরোজ, এমরান, কবির, মাঈন উদ্দিন ও সেলিমের নেতৃত্বে একটি সঙ্গবদ্ধ চক্র পেশী শক্তির মাধ্যমে তাদের জায়গা জোরপূর্বক দখল করছে। মূখিকভাবে বাধা দেওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা তাদের প্রাণনাশের হুমকি দেয়। স্থানীয় মান্যগন্য ব্যক্তিদের জানানো সত্ত্বেও কেউ এগিয়ে আসেননি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা প্রশাসনের কাছে ভূমিদখলকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।