Nabadhara
ঢাকাশুক্রবার , ২ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খুলনা-৫ ও ৬ আসনে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল, একজনের স্থগিত

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
জানুয়ারি ২, ২০২৬ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তৃতীয় দিনে খুলনা-৫ ও খুলনা-৬ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা দুই আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই করেন। এদিন তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং একজন প্রার্থীর মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন: খুলনা-৫ আসনের জাতীয় পার্টির শামীম আরা পারভীন (ইয়াসিন) এবং খুলনা-৬ আসনের জাতীয় পার্টির মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর ও স্বতন্ত্র প্রার্থী মো. আছাদুল বিশ্বাস। অন্যদিকে, খুলনা-৫ আসনের ইসলামী আন্দোলনের শেখ মুজিবুর রহমানের মনোনয়নপত্র আপাতত স্থগিত রাখা হয়েছে।

যাচাই-বাছাই শেষে খুলনা-৫ আসনের বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর গোলাম পরওয়ার, বিএনপির মোহাম্মদ আলি আসগার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির চিত্ত রঞ্জন গোলাদার এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আব্দুল কাইউম জমাদ্দার। খুলনা-৬ আসনের বৈধ প্রার্থীরা হলেন বিএনপির এসএম মনিরুল হাসান বাপ্পী, জামায়াতে ইসলামীর মো. আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলনের মো. আছাদুল্লাহ ফকির ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রশান্ত কুমার মণ্ডল।

খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকার জানান, খুলনা-৫ আসনে শামীম আরা পারভীনের মনোনয়ন বাতিলের কারণ শিক্ষাগত সার্টিফিকেটের অপ্রদত্ত কাগজপত্র। খুলনা-৬ আসনের মো. মোস্তফা কামাল জাহাঙ্গীরের মনোনয়ন বাতিল হয়েছে ঋণখেলাপির কারণে এবং স্বতন্ত্র প্রার্থী মো. আছাদুল বিশ্বাসের ক্ষেত্রে এক শতাংশ ভোটারের তথ্য সঠিক না থাকার কারণে।

উল্লেখ্য, এর আগে খুলনা-১ ও খুলনা-৩ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তিনজন করে প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছিল। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, খুলনার ছয়টি আসনে মোট ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।