Nabadhara
ঢাকাশুক্রবার , ২ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
জানুয়ারি ২, ২০২৬ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে ছাত্রদলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া-র আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা দৌলতপুর উপজেলা মডেল মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন দৌলতপুর উপজেলা মডেল মসজিদের ঈমাম হাফেজ মাওলানা মো. কামারুল হুদা।

দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল-এর নেতৃত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, যুগ্ম আহ্বায়ক মিঠু শেখ, হাসান আহমেদ ও রতনসহ ছাত্রদলের নেতৃবৃন্দ। এছাড়াও সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদসহ বিএনপি দলীয় নেতৃবৃন্দ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

একই দিন কুষ্টিয়া শহরে ছাত্রদলের আয়োজনে কেন্দ্রীয় কুষ্টিয়া জামে মসজিদেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার (কুষ্টিয়া-৩) ও ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী (কুষ্টিয়া-২), জেলা ছাত্রদলের আহ্বায়ক মুজাক্কির রহমান রাব্বী ও সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাতসহ বিএনপি, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং ধর্মপ্রাণ মুসল্লিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।