সাতক্ষীরা প্রতিনিধি
মাটি বোঝাই ট্রলি চাপায় কলেজ ছাত্রী সুরাইয়া খাতুন নিহত হয়েছেন। তিনি কলারোয়া সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
বাবার নাম অজিহার রহমান গাজী। কলারোয়া উপজেলার সলিমপুর গ্রামে তাঁর বাড়ি।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ৮ টার দিকে কলারোয়া বেত্রাবতী হাইস্কুলের নিকটে এই দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, সুরাইয়া খাতুন সকালে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মাটি বোঝাই ট্রলি ও ইজিবাইকের সামনে পড়ে। এসময় ইজিবাইকের ধাক্কায় ট্রলির নীচে পড়লে তাকে চাকায় পিষ্ট করে। এরপর তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কলারোয়া থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করে বলেন, এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিহতের বাবা অজিয়ার রহমান বলেন, ইজিবাইক ও ট্রলি জনগণ আটকে রেখেছে। তবে, কোনো মামলা করতে ইচ্ছুক নন বলে তিনি এ প্রতিবেদককে মুঠোফোনে জানিয়েছেন।

