Nabadhara
ঢাকাশনিবার , ৩ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় ২৯ জন প্রার্থীর মধ্যে ১০ জনের মনোনয়নপত্র বাতিল 

Link Copied!

আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি। নির্বাচনে অংশগ্রহণ করতে সাতক্ষীরার চারটি আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ২৯ জন প্রার্থী।

এর মধ্যে ১০ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রির্টানিং কর্মকর্তা  আফরোজা আখতার। বিভিন্ন ত্রুটির কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাতিল হওয়া প্রার্থীরা চাইলে আপিল করতে পারবেন।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯ টা থেকে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পর্যায়ক্রমে ৪টি আসনের মনোনয়নপত্র যাচাই- বাছাই করা হয়।

যাচাই -বাছাই শেষে  সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ১ জন,  সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে ১ জন, সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে  ৪ জন এবং সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে ৪ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষনা করা হয়।

এদিকে,বৈধ প্রার্থীরা হলেন-সাতক্ষীরা-১

(তালা-কলারোয়া) আসনে মোঃ ইয়ারুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেস। মোঃ ইজ্জত উল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী। জিয়াউর রহমান, জাতীয় পার্টি। মোঃ হাবিবুল ইসলাম হাবিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও  শেখ মোঃ রেজাউল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা)
মুহাম্মদ আব্দুল খালেক, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মোঃ আব্দুর রউফ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
মোঃ আশরাফুজ্জামান জাতীয় পার্টি।
জি,এম সালাউদ্দীন, আমার বাংলাদেশ পাটি (এবি পাটি)। মোঃ ইদ্রিস আলী, বাংলাদেশ জাসদ।
মুফতি রবিউল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শফিকুল ইসলাম সাহেদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি।

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ)
হাফেজ মুহাঃ রবিউল বাসার, বাংলাদেশ জামায়াতে ইসলামী। মোঃ আলিফ হোসেন, জাতীয় পার্টি।
কাজী আলাউদ্দীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
রুবেল হোসেন, বাংলাদেশ মাইনরটি জনতা পাটি-বিএমজেপি।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) জি,এম নজরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী। মোঃ মনিরুজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এস,এম মোস্তফা আল মামুন,ইসলামী আন্দোলন বাংলাদেশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।