Nabadhara
ঢাকাশুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় বিড়ি উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
জানুয়ারি ৯, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পাতার বিড়ি উদ্ধার হয়েছে। উপজেলার চিলমারী ইউনিয়নের বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ পাতার বিড়ি উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পৌনে ১১ টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধীনস্থ চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৫৭/৩-এস হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বাংলাবাজার মাঠপাড়া এলাকায় বিজিবি অভিযান চালায়।

অভিযানে ভারতীয় ১ হাজার ৬৬০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।

অপরদিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার সকাল ১০টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ ত্রিমোহনী বাইপাস এলাকায় বিজিবি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় পরিত্যক্ত অবস্থায় ৪ হাজার ২০৬ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করা হয়।

বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধার হওয়া বিড়ির সিজার মূল্য ৩ লক্ষ ১৯ হাজার ৯০০ টাকা। পরবর্তীতে উদ্ধার করা বিড়ি সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক ও চোরাচালানসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।