Nabadhara
ঢাকাশনিবার , ১০ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে মধুখালীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
জানুয়ারি ১০, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার সমাজ কল্যাণ উপ-পরিষদের বাস্তবায়নে শতাধিক শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় মধুখালী পৌরসভার সামনে বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এ কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের মধুখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুরাইয়া সালাম।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি নাসরিন কালাম ও খুরশিদা আনোয়ার, লিগ্যাল এইড সম্পাদক মোর্শেদা আক্তার মিনা, আন্দোলন সম্পাদক মিলি ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক শুক্লা ভৌমিক, সমাজকল্যাণ সম্পাদক প্রীতিকনা ভাদুরী, সাবেক কাউন্সিলর রেশমা আক্তার, সদস্য সালেহা বেগম, রেবেকা সুলতানাসহ তৃণমূল পর্যায়ের বিভিন্ন পাড়া কমিটির নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে সুরাইয়া সালাম বলেন, “শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। বাংলাদেশ মহিলা পরিষদ সবসময় সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

কম্বল পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ মহিলা পরিষদের এ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।