Nabadhara
ঢাকাশুক্রবার , ১ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

রামপালে ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ হলো দুটি বাল্যবিবাহ

Bayzid Saad
অক্টোবর ১, ২০২১ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

সুজন মজুমদার, রামপাল বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের রামপালে ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ হলো দুটি বাল্যবিবাহ। শুক্রবার দুপুরে গোপনে অভিভাবকরা তাদের মেয়েদের বিবাহ দিতে তৎপরতা শুরু করেন।

এসময় গোপন সংবাদের ভিক্তিতে বাল্যবিবাহের বিষয়টি রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেন জানতে পেরে দ্রুত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযুক্ত ওই বাড়িতে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেন।

জানা যায়, উপজেলার পেড়িখালি ইউনিয়নের সিংগারবুনিয়া গ্রামের রুহুল আমীন হাওলাদারের কন্যা পেড়িখালি পি উ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী তাসলিম লামিয়া (১৫) ও একই ইউনিয়নের জিগির মোল্লা গ্রামের শেখ ফরিদের কন্যা পেড়িখালি দাখিল মাদরাসার দশম শ্রেণীর ছাত্রী মরিয়াম খাতুন (১৫) এর বাল্যবিবাহের গোপনীয়ভাবে আনুষ্ঠানিকতা শুরু করেছিলেন। পরে ইউএনওর হস্তক্ষেপে তা বন্ধ হয়ে যায়।

এসময় ওই অভিভাবকদের স্থানীয় ব্যাক্তিবর্গের উপস্থিতিতে ১৮ বছরের আগে মেয়ের বিবাহ দিতে বারণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেন।

তিনি আরো বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে জনপ্রতিনিধিদেরও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের পাশাপাশি করোনায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সতর্ক থাকার নির্দেশ দেন। তবে অবিভাবকরা তারা তাদের ভুল বুঝতে পেরে বাল্যবিবাহ দেবেন না শর্তে ওই শিক্ষার্থীর বাবাদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সুজন মজুমদার

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।