ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ জেলা প্রশাসন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সম্পর্কিত তথ্য ও প্রস্তুতি জানাতে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেছে। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আব্দুল্লাহ আল মাসউদ।
জেলা প্রশাসক নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে, ভোটাধিকার সুরক্ষিত করতে এবং নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের নেওয়া পদক্ষেপ তুলে ধরেন। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনকে সহায়তা করার আহ্বান জানান।
সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসনের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। মতবিনিময় পর্বে সাংবাদিকরা নির্বাচনের প্রস্তুতি ও আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন করেন, যা জেলা প্রশাসক উত্তর দেন।

