Nabadhara
ঢাকাসোমবার , ১২ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন সামনে রেখে খালিয়াজুরীতে সেনা ক্যাম্প

Link Copied!

মোঃ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি

ত্রোয়দশ নেত্রকোণা জেলার খালিয়াজুরিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের উপলক্ষে খালিয়াজুরী সদর হাসপাতালের অব্যবহৃত দুইটি কক্ষে ১০/০১/২৬ ইং তারিখ রোজ শনিবার হতে অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছে।

নেত্রকোণার হাওর অঞ্চল খালিয়াজুরী উপজেলার ৬ টি ইউনিয়নে ৫৪ টি ওয়ার্ডে লক্ষাধিক লোকের বসবাস। উক্ত উপজেলার মোট ভোট কেন্দ্র ৪১ টি। এর মধ্যে নগর ইউনিয়নের পাছগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি দুই কক্ষ বিশিষ্ট টিন সেট ঘর। বাকি ৪০ টি কেন্দ্র পাকা বিল্ডিং। মোট পুরুষ ভোটার ৪১১৫২ জন, মহিলা ভোটার ৩৯৬৩৫ জন, তৃতীয় লিঙ্গ ভোটার ০৪ জন সহ সর্বমোট ভোটারের সংখ্যা ৮৩৭৯১ জন।

উপজেলা নির্বাচন অফিসার আলিফউর রহমান বলেন অত্র উপজেলার ৪১ টি ভোট কেন্দ্রের মধ্যে ভোটারের সংখা দিক থেকে জিয়াখড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (৩৬৬৬ ভোট), জগন্নাথপুর ময়েজ উদ্দিন সরকার উচ্চ বিদ্যালয় (৬২১৫ ভোট) , ও খালিয়াজুরী পাইলট উচ্চ বিদ্যালয় (৩২৫২ ভোট), সহ মোট তিনটি ভোট কেন্দ্র অধিকসংখ্যক বা বেশিসংখ্যক ভোট থাকায় কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ হতে পারে বলে বিবেচনা করা হয়েছে।

সেনাবাহিনীর অস্হায়ী ক্যাম্প স্থাপিত হওয়ার ফলে আইন শৃঙ্খলা অনেকাংশে শান্তিময় পরিবেশ থাকিতে পারে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম বলেন, ত্রোয়দশ জাতীয় নির্বাচনের লক্ষে খালিয়াজুরী উপজেলা সদর হাসপাতালের দুইটি কক্ষে ১০/০১/২৬ ইং তারিখ শনিবার হতে সেনাবাহিনী অস্হায়ী ক্যাম্প স্থাপন করেছে এবং উপজেলার ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করিতেছে। যার ফলে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত থাকিবে ও জনগণ সুন্দর, সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে এসে ভোট প্রয়োগে করিতে পারিবে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় থাকিবে।

খালিয়াজুরীতে আসা সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত মেজর সজীব মাহমুদ জাকির বলেন জাতীয় নির্বাচনের লক্ষে আমরা ১০ ই জানুয়ারী খালিয়াজুরীতে এসে অস্হায়ী ক্যাম্প স্থাপন করেছি। নির্বাচনের জন্য প্রায় ১৫০/২০০ জন সেনাবাহিনী সদস্য নিয়োজিত থাকিবে। ১১ ও ১২ ই জানুয়ারি দুই দিনে নগর ও চাকুয়া ইউনিয়নের কেন্দ্রগুলো পরিদর্শন করেছি।

এর মধ্যে পাছগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রটি টিন সেট ঘর। আশপাশে জনগনের কাছে জানতে পারিলাম যদিও টিনসেট ঘর, কিন্তু নির্বাচনের জন্য কোন সমস্যা হয় না। বাকিগুলো বিল্ডিং ঘর রহিয়াছে। এলাকার পরিবেশ অনেক সুন্দর ও শান্ত বলে মনে হয়। আশাকরি আগামী জাতীয় নির্বাচনে কোন সমস্যা হবেনা ইনশাআল্লাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।