তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার বীর মুক্তিযোদ্ধা মো. নূর ইসলাম মোড়ল (৭৮)–কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) রাত ৩টার দিকে বার্ধক্যজনিত কারণে পাটকেলঘাটার বাইগুনি গ্রামের নিজস্ব বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
জেলা প্রশাসনের নির্দেশনায় তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এ সময় তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম লুৎফর রহমান, দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হামিদ, তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুসলেমউদ্দীন মফিজসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা, আত্মীয়স্বজন ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রের পক্ষ থেকে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
মো. নূর ইসলাম মোড়লের মৃত্যুতে মুক্তিযোদ্ধা পরিবারসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

