রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনা বিভাগের সিআইডি অফিস ভবনের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (১২ জানুয়ারি) শিরোমনি এলাকায় অবস্থিত পাঁচতলা ভবনের রাসায়নিক পরীক্ষকের কক্ষে এ আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খানজাহান আলী থানা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।
অগ্নিকাণ্ডে ওই কক্ষের একটি এসি, সিসি ক্যামেরা ও কিছু আসবাবপত্র পুড়ে গেছে। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে জানানো হয়।
তারা দ্রুত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের খানজাহান আলী থানা ইউনিটের ইনচার্জ মাসুদ পারভেজ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যাবে।
এদিকে সিআইডি খুলনার পুলিশ সুপার মো. রাশিদুল হক বলেন, ভবনের চতুর্থ তলার রাসায়নিক পরীক্ষকের কক্ষে আগুন লাগে। এতে একটি এসি ও কয়েকটি চেয়ার-টেবিল ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় ২০ থেকে ২৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ঘটনায় কেউ হতাহত না হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ জানানো হবে

