Nabadhara
ঢাকাসোমবার , ১২ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যশোরের অভয়নগরে নসিমন উল্টে চালক নিহত

যশোর প্রতিনিধি
জানুয়ারি ১২, ২০২৬ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলায় শ্যালোইঞ্জিন চালিত নসিমন উল্টে চালক নিহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী বাজার সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত নসিমন চালক নূর আলী শেখ (২৩) বাঘুটিয়া দক্ষিণপাড়া এলাকার মাসুম শেখের ছেলে।

নিহতের মামাতো ভাই সাকিব শেখ জানান, নূর আলী সকালে জ্বালানি কাঠ আনতে বাঘুটিয়া থেকে সিংগাড়ী বাজার যাচ্ছিলেন। সিংগাড়ী বাজারের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে যায়। স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত নূর আলীকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মরিয়ম মুনমুন বলেন, “মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে নসিমন চালকের মৃত্যু হয়েছে।”

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুপুরে হাসপাতাল থেকে মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।