Nabadhara
ঢাকাসোমবার , ১২ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লা চুল্লি ভেঙে গুড়িয়ে দিল প্রশাসন

যশোর প্রতিনিধি
জানুয়ারি ১২, ২০২৬ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নে অভিযান চালিয়ে ৭৪টি অবৈধ কয়লা চুল্লি ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রশাসন। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলা অভিযানে খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে স্থানীয় পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিস অংশ নেন।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ধূলগ্রামের ফারুক হাওলাদারের ১৪টি, শ্মশানঘাটের ১৮টি এবং নলামারা গ্রামের ২৮টি চুল্লি ভেঙে ফেলা হয়। দীর্ঘদিন ধরে এসব চুল্লিতে বনজ ও ফলদ গাছ পুড়িয়ে কয়লা তৈরি হচ্ছিল, যা স্থানীয়দের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এবং পরিবেশ ও জীববৈচিত্র্যকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছিল।

পরিবেশ অধিদপ্তর খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন, “বছরের পর বছর অবৈধ চুল্লিতে কাঠ পুড়িয়ে পরিবেশ দূষিত করা হচ্ছিল। আজ ৭৪টি চুল্লি ভেঙে ফেলা হয়েছে। এ ধরনের অবৈধ ব্যবসা বন্ধ রাখতে অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়রা জানান, অভয়নগরের ভৈরব নদীর দুইপাশে সিদ্দিপাশা, প্রেমবাগ, চেঙ্গুটিয়া, চাঁদখালি ও পেরুলি গ্রামে শত শত চুল্লি আছে। এসব চুল্লি থেকে নির্গত ধোঁয়ায় স্থানীয়রা শ্বাসকষ্টসহ নানা রোগ-ব্যাধিতে ভুগছেন। স্থানীয়রা দ্রুত বাকি চুল্লিগুলোও গুড়িয়ে দেওয়ার দাবি করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।