Nabadhara
ঢাকাসোমবার , ১২ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতা কর্মশালা শেষ, সনদ পেল ২০ কিশোর-কিশোরী

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
জানুয়ারি ১২, ২০২৬ ১০:২৮ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনায় দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতা কর্মশালা শেষে অংশগ্রহণকারী কিশোর-কিশোরীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়েছে। ইউনিসেফের অংশীদারিত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ কর্মশালার আয়োজন করে।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে নগরীর সিএসএস-আভা সেন্টারে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে কর্মশালার পর্দা নামে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খুলনা প্রতিনিধি ও হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক শুভ্র শচীন।

সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক ও দৈনিক ইত্তেফাকের খুলনা ব্যুরো প্রধান এনামুল হক, মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আবু হেনা মোস্তফা জামাল পপলু এবং দৈনিক কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক কৌশিক দে। এ সময় অতিথিরা শিশুদের উদ্দেশ্যে সাংবাদিকতার মৌলিক নীতিমালা, সত্যনিষ্ঠা ও দায়িত্বশীলতার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

এর আগে রোববার সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মশালার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির।

কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা থেকে নির্বাচিত ২০ জন কিশোর-কিশোরী অংশ নেয়। অংশগ্রহণকারীদের মৌলিক সাংবাদিকতার ধারণা, শিশু অধিকার আইন, শিশু শ্রম আইন, জাতিসংঘ শিশু সনদ, সংবাদ লেখা ও উপস্থাপনা, তথ্য যাচাইয়ের কৌশল, নৈতিক সাংবাদিকতা, প্রতিবেদন তৈরির কৌশল, মাঠ পর্যায়ে কাজ করার সময় উদ্ভূত সমস্যা ও চ্যালেঞ্জ এবং সেগুলোর সম্ভাব্য সমাধান সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি মোবাইল ফোন ব্যবহার করে ভিডিও প্রতিবেদন তৈরির কৌশলও শেখানো হয়।

প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের টেক সম্পাদক হাসান বিপুল।
অনুষ্ঠান শেষে অতিথিদের সঙ্গে ফটোসেশনে অংশ নেয় নবীন শিশু সাংবাদিকরা। আয়োজকরা জানান, ভবিষ্যতে শিশুদের সাংবাদিকতায় আগ্রহী করে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।