Nabadhara
ঢাকাসোমবার , ১২ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যশোরে প্রতিবাদী গান ও মানববন্ধনে সাম্প্রদায়িক সহিংসতা ও অপরাধের প্রতিবাদ

যশোর প্রতিনিধি
জানুয়ারি ১২, ২০২৬ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরে নাগরিক সমাজ প্রতিবাদী গান ও মানববন্ধনের মাধ্যমে দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। সোমবার দুপুরে প্রেস ক্লাব চত্বরে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

নারীনেত্রী হাবিবা শেফার সভাপতিত্বে আয়োজিত বিক্ষোভ সমাবেশে শিল্পীরা প্রতিবাদী গান পরিবেশন করেন। এতে সামাজিক ব্যক্তিত্ব, রাজনীতিক, শিক্ষক, সাংবাদিক ও শ্রমিক নেতারা বক্তব্য রাখেন। বিশেষভাবে বক্তব্য রাখেন অ্যাড. আবুল হোসেন, শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, রাজনীতিক হাসিনুর রহমান, প্রকৌশলী আবু হাসান, অবসরপ্রাপ্ত শিক্ষক শাহীন ইকবাল, নারীনেত্রী বীথিকা সরকার, সাংবাদিক হাবিবুর রহমান মিলন, জনউদ্যোগের যুগ্ম আহ্বায়ক দীপক রায়, অধ্যাপক অখিল চক্রবর্তী, মহিলা পরিষদের সুলতানা রহমান জলি, ছাত্রনেতা রাশেদ খান এবং শ্রমিক নেতা হীরনলাল সরকার।

মানববন্ধনে নাগরিক সমাজ দাবি জানিয়েছেন, সাম্প্রদায়িক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন এবং লুটপাটের ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার ও দ্রুত প্রতিরোধ নিশ্চিত করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।