ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তার ও জমি বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে এই সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সরইবাড়ি গ্রামে তালুকদার গ্রুপ ও খান গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত দুই দিনে দু’দফায় তালুকদার গ্রুপের লোকজন খান গ্রুপের সদস্যদের মারধর করে এবং কয়েকটি বসতঘরে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় শুরু থেকেই পুলিশ কার্যকর আইনগত ব্যবস্থা নিলে পরিস্থিতি এতটা ভয়াবহ হতো না বলে দাবি করেন স্থানীয়রা।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে হাবিবুর রহমান তালুকদার ও কবির খান গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। দুই দিন আগে কবির খানের পক্ষের লোকজন শহীদ খানকে গ্রামের রাস্তার ওপর মারধর করে। এর জেরে পরবর্তী সময়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে এবং দু’দফায় বসতঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
তিনি আরও জানান, মঙ্গলবার ভোর থেকে সকাল পর্যন্ত উভয় পক্ষ দেশীয় অস্ত্র, ঢাল ও সড়কি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। সকাল ১০টার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে।
আহতদের পরিচয় ও সঠিক সংখ্যা নিরূপণে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

