নরসিংদী প্রতিনিধি
সড়ক ও জনপথ বিভাগের রাস্তা সম্প্রসারণ প্রকল্পের আওতায় বিদ্যুৎ লাইনের স্থানান্তর কাজের জন্য নরসিংদীর শিবপুর ও মনোহরদী উপজেলার বিভিন্ন এলাকায় আগামীকাল বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চৌয়ালা ৩৩ কেভি সুইচিং স্টেশন থেকে শিবপুর ও মরজাল ইনকামিং ৩৩ কেভি ফিডার, ইটাখোলা সুইচিং স্টেশন থেকে মরজাল আউটগোয়িং ও নারায়ণপুর ৩৩ কেভি ফিডার শাটডাউনে থাকবে।
এছাড়া শিলমান্দী উপকেন্দ্রের আওতাধীন শিবপুর, দাসপাড়া ও শিলমান্দী ১১ কেভি ফিডার এবং বিসিক উপকেন্দ্রের আওতাধীন বৈশাখী, পুটিয়া ও সৈয়দনগর ১১ কেভি ফিডারেও ওই সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ বিভাগ জানায়, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের সহযোগিতা কামনা করা হয়েছে।
এজিএম (ইএন্ডসি) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

