Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টানা পঞ্চমবার যশোরের শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নির্বাচিত এস.এম. জিল্লুর রশীদ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
জানুয়ারি ১৩, ২০২৬ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

শিক্ষা প্রশাসনে দক্ষতা, স্বচ্ছতা ও মানবিক নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করে একটানা পঞ্চমবার যশোর জেলার শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন মনিরামপুরের এস.এম. জিল্লুর রশীদ। তিনি বর্তমানে মনিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, শিক্ষক ও শিক্ষার্থীর বান্ধব পরিবেশ সৃষ্টি, নিয়মিত পরিদর্শন, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং ভিজিটাল ব্যবস্থাপনায় দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

মনিরামপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল কুদ্দুস বলেন, “এস.এম. জিল্লুর রশীদ শুধু একজন কর্মকর্তা নন, তিনি প্রকৃত অভিভাবক। তাঁর দিকনির্দেশনা ও আন্তরিক সহযোগিতায় উপজেলায় শিক্ষার মান ও শৃঙ্খলা দৃশ্যমানভাবে বেড়েছে।”

বাকোশপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোদাচ্ছের আলী বলেন, “শিক্ষকদের সমস্যা ও প্রয়োজন নিয়ে তিনি সবসময় সহানুভূতিশীল। নিয়মের মধ্যে থেকে মানবিকভাবে সিদ্ধান্ত নেওয়ার কারণে শিক্ষক সমাজ তাঁর প্রতি আস্থা রাখে।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম. জিল্লুর রশীদ এই স্বীকৃতিকে মনিরামপুরের সকল শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টার ফল হিসেবে উল্লেখ করে বলেন, “আমি দায়িত্বকে সম্মান হিসেবে বিবেচনা করি এবং ভবিষ্যতেও শিক্ষার মান উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাব।”

একটানা পাঁচবার জেলার শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হওয়ায় শিক্ষা সংশ্লিষ্ট মহলে প্রশংসা ও সন্তোষ প্রকাশ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।