Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা

নোয়াখালী প্রতিনিধি 
জানুয়ারি ১৩, ২০২৬ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন, নোবিপ্রবি’র ভিত্তি প্রস্তর স্থাপনকারী বেগম খালেদা জিয়ার স্মরণে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শোকসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটরিয়ামে এ শোকসভা অনুষ্ঠিত হয়। শোকসভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে শোকসভায় উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুর আলমগীর আলো, নোবিপ্রবির উপ-উপাচার্য, প্রক্টর, রেজিস্ট্রার, অনুষদ ও বিভাগের ডিন এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।

বক্তারা বেগম খালেদা জিয়ার শিক্ষার প্রতি আগ্রহ ও অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁর নেতৃত্বে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সমূহের যাত্রা শুরু হয়। নকলমুক্ত শিক্ষাঙ্গন, কারিগরি শিক্ষার প্রসার, প্রাথমিক শিক্ষার বাধ্যতামূলক ব্যবস্থা, ভ্যাট প্রবর্তন এবং মুক্তবাজার অর্থনীতির ক্ষেত্রে তাঁর অবদান স্মরণীয়। বক্তারা আরও বলেন, দেশের প্রতিরক্ষা ও ফ্যাসিবাদী সরকারের পতনে ঐক্যের প্রতীক হিসেবে তিনি ইতিহাসে স্থান করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।