শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
চিতলমারী উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ১৯ জন সহকারী শিক্ষকের অবসরজনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা অফিসার অচ্যুতানন্দ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও মো. সাজ্জাদ হোসেন।
সহকারী শিক্ষক অরিফুজ্জামান প্লাবনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুবীর ঘোষ, মানস কুমার তালুকদার, প্রভাত হালদার, শংকর কুমার বিশ্বাস, সংবর্ধিত অতিথি এম এ হামীম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুকুল কিশোর মজুমদার, সাধারণ সম্পাদক ইব্রাহিম ফকির প্রমুখ।
এ সময় অবসরজনিত ১৯ জন সংবর্ধিত শিক্ষককে শীতের চাদর, মানপত্র ও ক্রেস্ট উপহার প্রদান করা হয়।

