রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনা-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে যে অবদান রেখে গেছেন, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। নারীদের শিক্ষা, নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় তার নেওয়া উদ্যোগগুলো ছিল সময়ের তুলনায় অনেক এগিয়ে।
মঙ্গলবার তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়নের আনন্দবাজার শ্রীপুর মধ্যপাড়া মন্দিরে সনাতনী সম্প্রদায়ের আয়োজনে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় অনুষ্ঠিত প্রার্থনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজিজুল বারী হেলাল বলেন, বেগম খালেদা জিয়া দশম শ্রেণি পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন। তিনিই প্রথম বিধবা ভাতা চালু করেন এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে নারীদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সুরক্ষার পথ সুগম করেন। তার এসব সিদ্ধান্ত নারীদের আত্মমর্যাদা ও স্বাবলম্বিতার ভিত্তি গড়ে দিয়েছে।
তিনি আরও বলেন, “একটি মহল বারবার আমাদের নেত্রীকে অবমাননা করার চেষ্টা করেছে। কিন্তু আল্লাহর রহমতে আপনারাই তাকে যে সম্মান দিয়েছেন, তা প্রমাণ করে জনগণের ভালোবাসা কতটা গভীর।” উপস্থিত সবার উদ্দেশে তিনি বলেন, “আপনারা তার জন্য দোয়া করবেন এবং ভোটের মাধ্যমে নিজেদের মতামত প্রকাশ করবেন—এটাই গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য।”
গত ১৭ বছরে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ঘটে যাওয়া নানা ঘটনার জন্য বিএনপির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। হিংসা ও বিদ্বেষ নয়, শান্তি ও সহনশীলতার মধ্য দিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই।”
রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, “মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশের প্রয়োজনে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে। দেশের স্বার্থে ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।”
তিনি স্মরণ করেন, “স্বৈরাচারী এরশাদবিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ছিল ঐতিহাসিক। তার নেতৃত্বেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শক্ত ভিত পায়।”
প্রার্থনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ, আনিসুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, তেরখাদা উপজেলা বিএনপির চৌধুরী সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক চৌধুরী কওসার আলী, বিএনপি নেতা চৌধুরী ফখরুল বুলু, এফএম হাবিবুর রহমান, মোল্লা মাহাবুবুর রহমান, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল হক, মিল্টন হোসেন মুন্সি, কালাম লস্কর, আবুল হোসেন বাবু, ইউসুফ শেখ, এডভোকেট শহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, ফেরদৌস মেম্বার, জামাল বিশ্বাস, রাজু সেখ, রাজু চৌধুরী, জিয়ার কাজী, সিদ্দিক মেম্বার, ইকরাম মেম্বার, নবীর তরফদার, ইলিয়াস শেখ, এসকেন, খাইরুল ইসলাম, আলামীন হোসেন নয়ন, কোহিনুর বেগম, ফাতেমা বেগম, বিথী বেগম, রুপালি বেগম, ইছাবুল, ইজাবুরসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসময় স্থানীয় সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

