Nabadhara
ঢাকাবুধবার , ১৪ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে নির্বাচন ও গণভোট প্রশিক্ষণ কর্মশালা

Link Copied!

মোঃ মোকাররম হোসাইন, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সফল ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে এক উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ইমাম, জনপ্রতিনিধি, হিন্দু কল্যাণ সমিতির প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

“গণভোট ২০২৬ ও জাতীয় সংসদ নির্বাচন—দেশের চাবি আপনার হাতে” শীর্ষক এই কর্মশালায় ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে নাগরিকদের দায়িত্ব, ভোট প্রদানের গুরুত্ব এবং গণতন্ত্র সুদৃঢ়করণে জনগণের ভূমিকা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শামীম আরা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফতেকার রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা মুনিরুজ্জামান, কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা ফেরদৌস আলম।

কর্মশালায় বক্তারা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ভোটই হলো সবচেয়ে বড় শক্তি। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমেই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হয়। তাই কোনো প্রকার ভয়ভীতি, গুজব বা প্রলোভনের কাছে নত না হয়ে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানানো হয়।

এ সময় গণভোট বিষয়ে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাবে বক্তারা জানান, গণভোটের মাধ্যমে জনগণ সরাসরি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে পারেন। এটি জনগণের মতামত প্রতিফলনের একটি গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়া। গণভোটে অংশগ্রহণের পদ্ধতি, ভোটের গোপনীয়তা, ভোটারদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা তুলে ধরা হয়।

কর্মশালায় উপস্থিত সুধীজনরা এ ধরনের উদ্বুদ্ধকরণ কার্যক্রমকে সময়োপযোগী ও অত্যন্ত কার্যকর বলে মন্তব্য করেন এবং তৃণমূল পর্যায়ে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।