মোছা: কাবা কাকলি, কবি নজরুল কলেজ প্রতিনিধি
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চুড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে পুরান ঢাকার তাঁতীবাজার মোড় অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করেছেন কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা রায় সাহেব বাজার হয়ে তাঁতি বাজার মোড়ে এসে অবস্থান নেন। সড়ক অবরোধের ফলে এই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে । এতে ভোগান্তিতে পড়েছেন পথচারীরা ।
বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, আমাদের দাবি নিয়ে আমরা বারবার শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছি। কিন্তু তারপরও আমরা কোনো আশানুরূপ ফলাফল এখনো পাইনি। বাধ্য হয়েই আজ আমরা চূড়ান্ত অধ্যাদেশ আদায়ের লক্ষ্যে এই ব্লকেড কর্মসূচি দিয়েছি। যতক্ষণ পর্যন্ত অধ্যাদেশ জারি না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।
কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী সাদমান সাজিদ ওয়াসি বলেন, দীর্ঘদিন ধরে চলমান এই আন্দোলনে কালক্ষেপণ ও কর্তৃপক্ষের ধীরগতির কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা এখনো পরিচয়হীন অবস্থায় রয়েছি। আর কতদিন একটি বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করতে হবে?
তিনি আরও বলেন, আমাদের এখন একমাত্র দাবি হলো দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ আইন কেবিনেট বৈঠকে উপস্থাপন করে অনুমোদন নিয়ে মহামান্য রাষ্ট্রপতির মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করা।

