শেরপুর(বগুড়া)প্রতিনিধি
বগুড়ার শেরপুরে ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একটি কাভার্ড ভ্যান থেকে ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কাভার্ড ভ্যানের চালক মোঃ শরিফ (৩২), গাজীপুর জেলার বাসিন্দা এবং তার সহকারী মোঃ আমির হোসেন (২৬), চাঁদপুর জেলার বাসিন্দা।
পুলিশ জানায়, সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশির সময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানকে সন্দেহজনক মনে হলে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটি থেকে ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে চালক ও হেলপারকে আটক করা হয় এবং কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।
এ ঘটনায় শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

