Nabadhara
ঢাকাবুধবার , ১৪ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে মাদক সহ আটক-২

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
জানুয়ারি ১৪, ২০২৬ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ৪ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার মাদক ও মাদকদ্রব্য সহ ২জন চোরাকারবারী আটক হয়েছে।

আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ তথ্য জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১২.৩০ টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৯/২-এস হতে আনুমানিক ৩ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে ডাংমড়কা বাজারে প্রাগপুর বিওপির টহল দল অভিযান চালায়। এসময় মাদক চোরাকারবারী মো. আসাদুজ্জামান সোহেল (৪৩) ও মো. আশিকুল (২৫) কে ভারতীয় ৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।

আটক মাদক চোরাকারবারীরা উপজেলার ডাংমড়কা বাজার এলাকার মৃত আব্দুল হান্নান ও গরুড়া ছমাদীপাড়া গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে।

অপরদিকে একইদিন রাত ১০টার দিকে একই ব্যাটালিয়ন অধীনস্থ কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৬/২-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজিপুর বর্ডারপাড়া মাঠে কাজিপুর বিওপির টহল দল অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৩ বোতল মদ ও ১০৩০ পিস সিলডিনাফিল ট্যাবলেট উদ্ধার করে।

এছাড়াও আজ বুধবার সকাল ৮.৩০ টায় কাজিপুরি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৬/৬-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজিপুর বর্ডারপাড়ায় কাজিপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪৮ কেজি জিরা ও ১টি বাইসাইকেল উদ্ধার করে।

বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্যের সিজার মূল্য ৪ লক্ষ ২ হাজার ২০০ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে।

পরবর্তীতে মামলা দায়ের করে মাদকসহ আটক আসামীদের দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া মাদকদ্রব্য ব্যাটালিয়ন সিজার ষ্টোরে ও চোরাচালানী পণ্য কাস্টমে জমা করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে এবং মাদক পাচারসহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ নির্ম‚লে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।