Nabadhara
ঢাকাবুধবার , ১৪ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক মহড়া

ছায়েদ আহামেদ ,হাতিয়া(নোয়াখালী) প্রতিনিধি
জানুয়ারি ১৪, ২০২৬ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

ছায়েদ আহামেদ ,হাতিয়া(নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় ঘূর্ণিঝড় পূর্বাভাস মূলক সতর্কতা বিষয়ক এক প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১৪ জানুয়ারি) ১২টার দিকে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে এ মহড়া কার্যক্রম অনুষ্ঠিত হয়।

হাতিয়া দ্বীপ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এইচ.এস.সাইফুল আলম’র সভাপতিত্বে মহড়ায়- অতিথি হিসেবে ছিলেন, হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী ইউনিটের উপ-পরিচালক আলাউদ্দিন পাটোয়ারী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনিসুর রহমান,ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স হাতিয়া স্টেশন মাস্টার মো.জসিম উদ্দিন, সিপিপি’র সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, রেডক্রস এর প্রজেক্ট এসোসিয়েট- যুব ও স্বেচ্ছাসেবক আশীষ কুমার মন্ডল, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, এনজিও কর্মী মো. দুলাল উদ্দিন, সাংবাদিক ছায়েদ আহামেদ, জিল্লুর রহমান, হানিফ উদ্দিন প্রমুখ।

নোয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে এবং এসডিএসসি প্রকল্প (জার্মান রেড ক্রস)’র সহযোগিতায় ঘূর্ণিঝড় বিষয়ক এ মহড়ায় অংশগ্রহণ করেন- হাতিয়া দ্বীপ সরকারি কলেজ, চৌমুহনী উচ্চ বিদ্যালয়, শহীদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, এমসিএস উচ্চ বিদ্যালয় ও সোনাদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়।

এতে ঘূর্ণিঝড় পূর্বাভাস সম্পর্কে প্রচারণা, সতর্কতা বিষয়ক ধারণা, ঘূর্ণিঝড় সময়কালীন প্রস্ততি, ঘূর্ণিঝড়ের তান্ডব ও ক্ষয়ক্ষতি এবং ঘর্ণিঝড় পরবর্তী উদ্ধার কাজ সম্পর্কে স্বচিত্র ধারণা দেয়া হয়।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষক ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ মহড়া উপভোগ করেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।