হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে ১৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন ও প্রায় পাঁচ লাখ টাকা নগদসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের আমতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কেঁড়াগাছি গ্রামের মৃত মুনছুর আলীর দুই ছেলে আব্দুল হামিদ (৪৮) ও সিরাজুল ইসলাম (৩৯)।
পুলিশ জানায়, চলমান ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানের অংশ হিসেবে বাগআঁচড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আমতলা এলাকায় অবস্থিত মেসার্স সরদার ট্রেডার্স নামের একটি কীটনাশক দোকানের সামনে নাভারণ–বাগআঁচড়াগামী পাকা সড়ক থেকে সন্দেহভাজন অবস্থায় আব্দুল হামিদ ও সিরাজুল ইসলামকে আটক করা হয়।
পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে হেফাজত থেকে ১৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন এবং বাংলাদেশি ৪ লাখ ৯৫ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে উদ্ধারকৃত মোবাইল ও নগদ অর্থ চোরাচালান কার্যক্রমের সঙ্গে জড়িত বলে ধারণা করছে পুলিশ।
শার্শা থানার ওসি মারুফ হোসেন আরও জানান, আটককৃত আসামিদ্বয়কে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

