Nabadhara
ঢাকাবুধবার , ১৪ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে ভাগ্নের কাছে জমি বিক্রির নামে টাকা আদায়, মামার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জানুয়ারি ১৪, ২০২৬ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে ভাগ্নের কাছে জমি বিক্রির পর জমির পরিমাপ করে দখল বুঝিয়ে দেওয়ার পরও সেই জমিতে থাকা ঘর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে মামার বিরুদ্ধে।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে মামার বিরুদ্ধে এমন অভিযোগ করেন তারই আপন ভাগ্নে রেজাউল মিয়া নামে এক ব্যক্তি।
ঘটনাটি ঘটেছে বকশীগঞ্জ পৌর এলাকার মেষেরচর পূর্ব পাড়া গ্রামে।

সংবাদ সম্মেলনে মেষেরচর পূর্ব পাড়া গ্রামের আবদুল রহমানের ছেলে ভুক্তভোগী রেজাউল মিয়া বলেন, এক বছর আগে আমার বাড়ি সংলগ্ন ৪ শতাংশ জমি একই গ্রামের আমার আপন মামা আসাদ আলীর কাছে ক্রয় করি।

আমার মামা জমি বিক্রি বাবদ ২ লাখ টাকা বুঝে নিয়ে নিজে জমির দখল আমাদের বুঝিয়ে দিলে আমরা সেখানে ঘর নির্মাণ করি। কিন্তু মামাকে বার বার জমি রেজিস্ট্রি করে দিতে বললে তিনি তালবাহানা শুরু করেন। এক পর্যায়ে জমি আমাদের রেজিস্ট্রি করে দেবে না বলে জানায়।

বুধবার সকালে আমার মামা আসাদ আলী, তার ছেলে ও তাদের লোকজন অতর্কিতভাবে ওই জমিতে প্রবেশ করে আমাদের নির্মিত ঘরটি ভাঙচুর করে। এসময় আমার বৃদ্ধ মা সহ আমরা সেখানে গেলে আমার মা কে দেশীয় অস্ত্র দিয়ে রক্তাক্ত আহত করে। বর্তমানে আমার মা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

আমার মামা আমাদের কাছে বিক্রি করা জমি রেজিস্ট্রি করে না দিয়ে উল্টো আমাদের সাথে প্রতারণা করছে।
এঘটনায় আমি থানায় অভিযোগ দায়ের করলে আমার প্রভাবশালী মামা আমাকে ও আমার ভাইদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন।

তিনি আমাদের নামে থানায় উল্টো মিথ্যা অভিযোগ দায়ের করে আমি ও আমার ভাইদের হয়রানির চেষ্টা করছেন।

তাই আমার মামার প্রতারণার বিচার চাই এবং তাঁকে আইনের আওতায় আনতে বকশীগঞ্জ থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করছি।

এবিষয়ে বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান , লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।