নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স এমএমবি ট্রেডার্স বুধবার (১৪ জানুয়ারি) বার্ষিক হিসাব সমাপনি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছে।
প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী হাজ্বী মজনু মিয়া সভাপতিত্বে ও নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন, রাজগাতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রোকনুজ্জামান ভূঁইয়া, এ কেএস রড কোম্পানি, শাহ সিমেন্ট ও সেভেন রিংসের কর্মকর্তাগণ।
অতিথিরা ব্যবসায়িক সততা, সাফল্য ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে ব্যবসা পরিচালনার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ব্যবসায়ী, গ্রাহক, শ্রমিক, গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে সেরা ব্যবসায়ী, গ্রাহক ও শ্রমিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান সফলভাবে সমাপ্ত হয়। অতিথিরা মেসার্স এমএমবি ট্রেডার্সের ভবিষ্যৎ সাফল্যের জন্য আশাবাদ ব্যক্ত করেন।

