কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ১শত কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাই ও সার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রতি কৃষককে ৫ কেজি করে মাসকলাই ও ১৫ কেজি করে সার দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়হিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব মাসকলাই ও সার বিতরণ করেন।
এ সময় উপজেলা কৃষি অফিসার নিটুল রায়, উপজেলা প্রকৌশলী দেবাশীষ বাগচী, উপজেলা শিক্ষা অফিসার অরুন কুমার ঢালী, যুব উন্নয়ন অফিসার প্রশান্ত কুমার বাড়ৈ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।