একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ সদর উপজেলায় এক সফল অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে পুলিশ।
আজ শনিবার (১৭ জানুয়ারি, ২০২৬) গভীর রাতে সদর মডেল থানাধীন রঙ্গারচর ইউনিয়নের চাতলপাড় গ্রামে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর মডেল থানার একটি বিশেষ দল চাতলপাড় গ্রামে অভিযান চালায়। গভীর রাতে পরিচালিত এই অভিযানে চোরাকারবারীদের আস্তানা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে চোরাই পণ্য হেফাজতে রাখার দায়ে দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন ১. মো: সুমন মিয়া (৩৫), পিতা- লিলু মিয়া।
২. ছফির উদ্দিন (৪০), পিতা- কেছর আলী।
উভয়ই সুনামগঞ্জ সদর থানার চাতলপাড় (রঙ্গারচর ইউপি) এলাকার বাসিন্দা।সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে চোরাচালান বিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পথে পণ্য আসা রোধে পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

