একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৭ জানুয়ারি,২০২৬) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এজেএম রেজাউল আলম, জেলা তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ভোট হচ্ছে আমাদের নাগরিক অধিকার। জণগন হচ্ছে সকল ক্ষমতার উৎস। কেননা জনগন তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের প্রছন্দের প্রার্থীকে নির্বাচিত করে। সেই প্রতিনিধি সংসদে গিয়ে জণগণের কথা বলে।
এখন আমরা যদি ভোটাধিকার প্রয়োগ না করি তাহলে আমাদের পছন্দের প্রার্থীকে কি আমরা বেঁচে নিতে পারব? তাই আমাদের অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করতে হবে। জণগন তাদের ভোট অবশ্যই তাদের পছন্দের প্রার্থীকে দিবে। তার জন্য আমাদের অবশ্যই ভোটকেন্দ্রে যেতে হবে। এ সময় গণভোট সম্পর্কেও আলোচনা করেন বক্তারা।

