শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ী গোয়ালন্দে শাটল ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মো. রফিকুল ইসলাম (৪০) নামের এক যুবক আত্মহত্যার চেষ্টা করে। এতে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি,২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে গোয়ালন্দ বাজার রেল ক্রসিংয়ের পাশে এ দুর্ঘটনাটি ঘটে।
গুরুতর আহত রফিকুল ইসলাম গোয়ালন্দ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নতুন পাড়া গ্রামের মৃত শামছু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা কুষ্টিয়া পোড়াদাহগামী শাটল ট্রেন গোয়ালন্দ বাজার রেল ক্রসিং অতিক্রম করছিল। এ সময় ওই যুবক চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে ট্রেনে কাটা পড়ে ওই যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে ওই যুবককে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে সন্ধ্যায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের কারনে দুই বছর আগে রফিকের স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। এতে করে সে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল। সংসারে তাদের তিনটি ছেলে সন্তান রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক বলেন, ‘‘ট্রেন দুর্ঘটনায় ওই যুবকের দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়।’’
গোয়ালন্দ ঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, ‘‘ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের মাধ্যমে তাকে আমরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই।’’

