গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে র্যাবের অভিযানে ১ হাজার ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার কাজুলিয়া উত্তরপাড়া এলাকায় র্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মাহাবুব হাওলাদার (৩৫)। তিনি ওই এলাকার বাসিন্দা ও মৃত আফসার উদ্দিন হাওলাদারের ছেলে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ খুলনার সদর কোম্পানির একটি দল মাহাবুব হাওলাদারের নিজ বাড়ির উঠানে অভিযান পরিচালনা করে। এ সময় তার হেফাজত থেকে ১ হাজার ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ভাটিয়াপাড়া র্যাব ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এস.এম রেজাউল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

