শারমিন সুলতানা, পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বাংলাদেশে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) রাত ৯টায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো: জাহাঙ্গীর কবির এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন মিয়া। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন।
এছাড়া পলাশ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরে আলম রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আল আমিন মিয়া, দপ্তর সম্পাদক তারেক পাঠান, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম ও আইসিটি সম্পাদক সাব্বির হোসেনসহ সকল সদস্য উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত করা হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত, তারেক জিয়ার সুস্থতা, ডঃ আব্দুল মঈন খানের দীর্ঘায়ু, দেশের শান্তি ও জনগণের নিরাপত্তার জন্য।

