Nabadhara
ঢাকারবিবার , ১৮ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে রঙিন কপি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

মুন্সীগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ১৮, ২০২৬ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে রঙিন কপি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। ​মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাণিজ্যিকভাবে রঙিন ফুলকপি ও বাঁধাকপি চাষ করে সফল হয়েছেন কৃষক সেলিম শেখ। পুষ্টিগুণসমৃদ্ধ এই কপি সাধারণ কপির তুলনায় স্থানীয় বাজারে দ্বিগুণ দামে বিক্রি হওয়ায় কৃষকদের মাঝে এ ধরনের সবজি চাষে আগ্রহ বাড়ছে।

উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর বাজারের পাশে এ বছর প্রায় ৭০ শতাংশ জমিতে সাদা, গোলাপি ও হলুদ রঙের ফুলকপি এবং সাদা ও বেগুনি রঙের বাঁধাকপি (রেড ক্যাবেজ), ব্রকলিসহ মোট ৬ ধরনের কপি চাষ করেছেন তিনি। এছাড়া লাউ, টমেটো, খিরাই, উস্তা, ধনেপাতা, শিম, মুলা ও বেগুনসহ মোট ২৮০ শতাংশ জমিতে বিভিন্ন সবজি চাষ করা হয়েছে। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও বেশ ভালো হয়েছে।

এ বিষয়ে কৃষক সেলিম শেখ বলেন, “আলু চাষে টানা লোকসান হওয়ায় প্রথমে টমেটো চাষ শুরু করি। আলুর চেয়ে সবজি চাষে লাভ বেশি হওয়ায় এই চাষে আগ্রহী হয়ে উঠি। সেই থেকে এ বছর রঙিন বাঁধাকপি ও ফুলকপিসহ ১৮ থেকে ২০ ধরনের সবজি চাষ করছি।”

​তিনি আরও জানান, ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ বছর ২০ শতাংশ জমিতে ব্রকলি চাষ করেছেন। এর পাশাপাশি রঙিন সবজি চাষে সিরাজদিখান উপজেলা কৃষি অফিস তাকে সব ধরনের কারিগরি ও অন্যান্য সহযোগিতা প্রদান করছে।

​উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র বলেন, “মুন্সীগঞ্জ জেলা মূলত আলু চাষের জন্য বিখ্যাত হলেও সিরাজদিখানে আলুর পাশাপাশি প্রায় ২ হাজার হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। চলতি রবি মৌসুমে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ব্রকলি, টমেটো, ক্যাপসিকাম, তরমুজ, কালোজিরা, ধনিয়া, চিনাবাদাম, পেঁয়াজ, রসুন ও সরিষাসহ মোট ৮০টি প্রদর্শনী প্লট এ উপজেলায় বাস্তবায়িত হয়েছে। এসব প্রদর্শনী দেখে কৃষকরা যেমন লাভবান হচ্ছেন, তেমনি অন্য কৃষকরাও সবজি চাষে আগ্রহী হয়ে উঠছেন। এ ধরনের প্রকল্প অব্যাহত থাকলে ভবিষ্যতে সিরাজদিখানের কৃষি শুধু আলু-নির্ভর না থেকে বৈচিত্র্যময় কৃষিতে রূপান্তরিত হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।