মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মেলান্দহে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় চালক নিহত হয়েছেন। নিহত চালকের নাম শফিকুজ্জামান (৩৭)।
রোববার (১৮ জানুয়ারি) ভোরে জামালপুর–দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেলান্দহ উপজেলার রমারপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শফিকুজ্জামান জামালপুর পৌরসভার বনপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত আক্তারুজ্জামানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর থেকে ইসলামপুরগামী দ্রুতগতির একটি প্রাইভেটকার হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি জব্দ করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, গাছের সঙ্গে ধাক্কায় প্রাইভেটকার চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

