মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের ঘটকচর এলাকায় ঢাকা–বরিশাল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। রবিবার বিকেলে ঘটকচর মিল গেটের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন সার্বিক পরিবহনের সুপারভাইজার পান্নু মুনসি (৬০), যিনি মাদারীপুর শহরের মুন্সী কলেজ রোড এলাকার বাসিন্দা। অপর তিনজন নিহত ইজিবাইকের যাত্রী, যারা ঘটনাস্থলেই প্রাণ হারান। তাঁদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা–বরিশাল মহাসড়কে দ্রুতগামী সার্বিক পরিবহনের একটি বাসের সঙ্গে যাত্রীবাহী ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের তীব্রতায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। একই সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের তিন যাত্রী নিহত হন। গুরুতর আহত পান্নু মুনসিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুর খবর নিশ্চিত হয়।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, “এ পর্যন্ত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা একাধিক হলেও এখনই সঠিকভাবে বলা যাচ্ছে না। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা–বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করে যান চলাচল স্বাভাবিক করে।

