Nabadhara
ঢাকারবিবার , ১৮ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যশোরের শার্শায় চাঁদা না পেয়ে রাস্তার ইট উপড়ে ফেলার অভিযোগ

যশোর প্রতিনিধি 
জানুয়ারি ১৮, ২০২৬ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি 

যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের জিরেনগাছা গ্রামে চাঁদা না পাওয়ায় সদ্য নির্মিত একটি রাস্তার ইট উপড়ে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় আরমান হোসেন ওরফে ডাবলু ও তার সহযোগীদের বিরুদ্ধে। ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

ভুক্তভোগী ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সারুন অ্যান্ড সাফা ট্রেডার্সের’ স্বত্বাধিকারী নাসির উদ্দিন অভিযোগ করেন, ১৫ জানুয়ারি জিরেনগাছা এলাকায় প্রায় সাড়ে তিন লাখ টাকায় ৭৩ মিটার হেরিংবাঁধাই রাস্তার কাজ শুরু করলে ডাবলু তার ছোট ভাইসহ কয়েকজন সহযোগী নিয়ে এসে টাকা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা রাস্তার ইট উপড়ে কাজ বন্ধ করে দেয়।

স্থানীয়রা অভিযোগ করেছেন, ডাবলুর নেতৃত্বে তার ছোট ভাই নবাব, মাটিপুকুরিয়ার সেলিমসহ ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র এলাকায় ত্রাস সৃষ্টি করছে। তাদের দাবি, চক্রটি নিয়মিত চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও সহিংসতার মাধ্যমে পুরো এলাকায় প্রভাব বিস্তার করছে।

ডাবলু অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি এসব ঘটনার সঙ্গে জড়িত নই। সড়ক নিয়ে স্থানীয়দের মধ্যে বিরোধ ছিল। আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অভিযোগ তোলা হচ্ছে।”

উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ বলেন, “ডাবলু আমাদের দলের কোনো সাংগঠনিক পদে নেই। স্থানীয় কিছু ব্যক্তি তাকে আশ্রয় দেয়ায় সে প্রভাবশালী হয়ে উঠেছে। তবে তার বিরুদ্ধে ধর্ষণ ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে।”

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, “এ ঘটনায় এখনো থানায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তের নামে থানার রেকর্ডে একাধিক মামলা আছে, তবে মামলা থাকলেই কাউকে অপরাধী বলা যায় না।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।