নরসিংদী প্রতিনিধি
নরসিংদী জেলার শিবপুর ও মনোহরদী উপজেলায় পণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।
আজ রোববার (১৮ জানুয়ারি) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
বিএসটিআই সূত্রে জানা গেছে, বিএসটিআই জেলা অফিস নরসিংদীর সহকারী পরিচালক (সিএম) নিখিল রায়ের নেতৃত্বে একটি বিশেষ টিম উপজেলার বিভিন্ন এলাকায় এই তদারকি কার্যক্রম চালায়। অভিযানে বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) জনাব পারভেজ মিয়া, ফিল্ড অফিসার (সিএম) সারোয়ার হোসাইন এবং পরিদর্শক (মেট্রোলজি) কাজী সাখাওয়াত হোসেন মনি উপস্থিত ছিলেন।
অভিযানকালে শিবপুরের নোয়াদিয়া কামিনী গাছতলা এলাকার হালাল ফুড সুইট অ্যান্ড বেকারি, কুমরাদীর ময়না বেকারি এবং ইটাখোলার গোগো ফুড প্রোডাক্ট পরিদর্শন করা হয়। এসব প্রতিষ্ঠানে উৎপাদিত বিস্কুট, কেক, ব্রেড ও চিপস পণ্যের গুণগত মান পরীক্ষা করা হয়। এছাড়া মনোহরদী উপজেলার হরিনারায়নপুর এলাকার মেসার্স আর এফ এস ব্রিক্স এবং দৌলতপুরের মেসার্স এএফটি ব্রিকস ফিল্ড পরিদর্শন করে উৎপাদিত ক্লে ব্রিকস (ইট) এর মান যাচাই করা হয়।
পরিদর্শন শেষে মানসম্মত পণ্য উৎপাদন ও বাজারজাত নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোকে দ্রুততম সময়ের মধ্যে বিএসটিআই’র লাইসেন্স গ্রহণের প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা প্রদান করা হয়।
বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে পণ্যের মান নিয়ন্ত্রণে জেলাজুড়ে তাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

