বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
জামালপুরে পোল্ট্রি খাতের ব্যবসায়ীদের সংগঠন ‘জামালপুর পোল্ট্রি এসোসিয়েশন’-এর ১৫১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে শহরের পলাশগড় এলাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নির্বাচন কমিটির সদস্য সচিব মাহবুব আলম নতুন কমিটির ঘোষণা দেন। এতে রাজু আহমেদকে সভাপতি এবং সোহেল মিয়াকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনকে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফরিদ উদ্দিন, খন্দকার আসাদুজ্জামান ও আজিজুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন খাইরুল ইসলাম বিদ্যুৎ, ফারহাদ আলী ও জহিদুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জুসেকুল ইসলাম। এ ছাড়া জামালপুর জেলার বিভিন্ন এলাকার পোল্ট্রি ব্যবসায়ীদের নিয়ে মোট ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটি ঘোষণার পর আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নির্বাচন কমিটির সদস্য সচিব মাহবুব আলম, মোস্তাফিজ রহমান লেবুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা প্রান্তিক পোল্ট্রি খামারিদের ন্যায্য মূল্য নিশ্চিত করা, কর্পোরেট সিন্ডিকেট নিয়ন্ত্রণ, সহজ শর্তে ব্যাংক ঋণ প্রদান এবং সরকারি সহায়তায় ভর্তুকি প্রদানের দাবি জানান।
এ ছাড়া ফিড, বাচ্চা ও ওষুধের মূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং তথ্য ও গবেষণাভিত্তিক উদ্যোগের মাধ্যমে প্রান্তিক খামারিদের সুরক্ষা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।

