Nabadhara
ঢাকাসোমবার , ১৯ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দাউদকান্দিতে প্রবাসী আটকে চাঁদা দাবি, বিদেশ যাওয়া বন্ধ

Link Copied!

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে এক প্রবাসীকে জিম্মি করে দশ লাখ টাকা চাঁদা না দেওয়ায় প্রকাশ্যে মারধর করে ও হামলার ফলে ভুক্তভোগী প্রবাসীর বিদেশগামী ফ্লাইট বাতিল হয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

রবিবার(১৮ জানুয়ারি)রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে দাউদকান্দি উত্তর ইউনিয়নের ভাজরা গ্রামের ওমেলা বেগমের চায়ের দোকানের সামনে রাস্তায় তার পথরোধ করে মোঃ নাঈম মিয়া (২৮), মোঃ রেজাউল মিয়া (৪৮) ও মোঃ আল আমিন (৩৮)সহ আরও ৩-৪ জন অজ্ঞাতনামা সহযোগী। তারা ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে ফয়সাল মিয়ার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ফয়সাল মিয়াকে এলোপাতাড়ি মারধর করে আহত করে একটি কক্ষে তাকে  আটকে রাখেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।

অভিযোগ অনুযায়ী, এক পর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে শ্বাসরোধেরও চেষ্টা করা হয়। বাধা দিতে গেলে তার মা শিউলী বেগমও আহত হন। এ সময় হামলাকারীরা ফয়সাল মিয়ার কাছে থাকা নগদ ১ লাখ টাকা নেন।

মারধরের কারণে তার  মালয়শিয়াগামী ফ্লাইট বাতিল হয়ে যায় এবং বর্তমানে তার প্রবাসে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর মা মোছা.শিউলী বেগম (৫৩) দাউদকান্দি মডেল থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, তার ছেলে মো. ফয়সাল মিয়া (৩৮) দীর্ঘ প্রায় ২১ বছর মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে বাড়ি নির্মাণের কাজ করছিলেন। দেশে ফেরার পর থেকেই এলাকার কিছু চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী তার ছেলের কাছে নিয়মিত চাঁদা দাবি করে আসছিল এবং বিভিন্ন সময় প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম জানান,” সোমবার দুপুরে ভুক্তভোগী একটি অভিযোগ দায়ের করেন। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।