শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
চিতলমারীর বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী প্রয়াত এনামুল হক মুন্সির মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এ উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান শিক্ষক মো. টিপু সুলতানের সভাপতিত্বে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিলা প্রসাদ গোস্বামী, সিনিয়র শিক্ষক মো. আজগার আলী ফকির, মরহুমের পরিবারের সদস্য ও সিনিয়র শিক্ষক মো. রফিকুল হক সবুজ মুন্সি এবং বড়বাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম শেখ।
এ সময় উপস্থিত ছিলেন বড়বাড়িয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক লাভলু শেখ, দপ্তর সম্পাদক নাসির উদ্দিন শেখ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক আহ্বায়ক বুলবুল খান, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. দবির খান ও মো. মিজানুর রহমান শেখ, সাধারণ সম্পাদক কেরামত আলী মোল্লা, বিএনপি নেতা মনির খান, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. ইকবাল হোসেন এবং বিএনপি নেতা হাবিল শেখ।
উল্লেখ্য, মরহুম এনামুল হক মুন্সি ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত মুন্সি পরিবারের সন্তান ছিলেন।

