Nabadhara
ঢাকাসোমবার , ১৯ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক জনবানীর বর্ষপূর্তি উদযাপন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
জানুয়ারি ১৯, ২০২৬ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দৈনিক জনবানীর ৩৫ বছরে পদার্পণ ও ৩৪ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টায় শেরপুর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দৈনিক জনবানী পত্রিকার শেরপুর উপজেলা প্রতিনিধি এনামুল হক এনামের সভাপতিত্বে এবং উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৌরভ অধিকারী শুভর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলো পত্রিকার শেরপুর উপজেলা প্রতিনিধি সবুজ চৌধুরী, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, সাধারণ সম্পাদক শুভ কুন্ডু, সাংবাদিক উন্নয়ন সোসাইটির সভাপতি উৎপল মালাকার ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাওন।

এছাড়াও উপস্থিত ছিলেন সম্মিলিত সাংবাদিক জোটের প্রধান সমন্বয়ক রঞ্জন কুমার দে, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি সরোয়ার জাহান, আনন্দ টেলিভিশনের প্রতিনিধি বাঁধন কর্মকার কৃষ্ণসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ৩৪ বছর ধরে দৈনিক জনবানী নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকমহলে আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছে। তারা ভবিষ্যতেও পত্রিকাটির এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

আলোচনা সভা শেষে উৎসবমুখর পরিবেশে অতিথিরা দৈনিক জনবানীর বর্ষপূর্তির কেক কাটেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।