Nabadhara
ঢাকামঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আলীকদমে তিনটি ইটভাটায় অভিযান, ৯ লাখ টাকা জরিমানা

আলীকদম(বান্দরবান) প্রতিনিধি 
জানুয়ারি ২০, ২০২৬ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

আলীকদম(বান্দরবান) প্রতিনিধি 

বান্দরবানের আলীকদম উপজেলায় অবৈধভাবে পরিচালিত তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে ৯ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভাটাগুলো থেকে বিপুল পরিমাণ জ্বালানি কাঠও জব্দ করা হয়।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে এবিএম ইটভাটার মালিক শামসু, আলীবাজার এফবিএম ইটভাটার মালিক শওকত তালুকদার এবং ইউবিএম ইটভাটার মালিক জামাল উদ্দিনকে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভাটাগুলো থেকে প্রায় ৭ হাজার ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করে বন বিভাগ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আলম বলেন, অবৈধভাবে পরিচালিত তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে ৯ লাখ টাকা জরিমানা আরোপের পাশাপাশি প্রায় ৭ হাজার ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়েছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী পরিবেশ সংরক্ষণ আইনে তিনজনকে আসামি করে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।