বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
‘দেশের চাবি আপনার হাতে’—এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ ভোটারদের কাছে পৌঁছে দিতে জামালপুরে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে শহরের ফৌজদারী মোড়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত ‘সুপার ক্যারাভ্যান’ বহরের আওতায় এ প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী ও পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক। জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখা, নির্বাচন কমিশনসহ শাসন ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে জনগণকে অবহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পরিবর্তন জনগণ চায় কি না, তা গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।
ডিজিটাল ডিসপ্লে, শক্তিশালী সাউন্ড সিস্টেম ও ভিডিও কনটেন্ট সমৃদ্ধ এই ক্যারাভ্যানে ভোটারদের জন্য নির্বাচন ও গণভোটের গুরুত্ব, ভোট দেওয়ার সঠিক পদ্ধতি, ভোটকেন্দ্রে করণীয় ও বর্জনীয় বিষয় এবং গোপন ব্যালটের নিরাপত্তা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের মতামত গ্রহণের জন্য মতামত বাক্সে লিখিত বক্তব্য ও গণস্বাক্ষর সংগ্রহ করা হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমী খানম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

