যশোর প্রতিনিধি
যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট এলাকায় দ্রুতগামী ‘রূপসা পরিবহন’-এর বাসের চাপায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত সেলিম হোসেন মোল্লা (৫০) ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের জাফরনগর গ্রামের ফজলুর রহমান মোল্লার ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।
পুলিশ জানায়, সেলিম হোসেন একটি প্রাইভেটকার থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় খুলনা থেকে কুষ্টিয়াগামী দ্রুতগতির বাসটি তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

