Nabadhara
ঢাকামঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

রামপালে বিআইএফপিসিএল-এর উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

সুজন মজুমদার, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
জানুয়ারি ২০, ২০২৬ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

সুজন মজুমদার, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) এর উদ্যোগে এবং বাগেরহাট জেলা ও রামপাল উপজেলা প্রশাসনের সহযোগিতায় শীতার্ত ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিআইএফপিসিএল-এর প্রকল্প পরিচালক জনাব রামানাথ পূজারীর সভাপতিত্বে বিকেলে একযোগে গৌরম্ভা, রাজনগর ও হুড়কা-ইউনিয়নে মোট দুই হাজার উন্নতমানের এই কম্বল বিতরণ করা হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি, বিআইএফপিসিএল-এর চিফ ফাইন্যান্স অফিসার ইমানুয়েল পোনরাজ, মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) জি. এম. তরিকুল ইসলাম ও বিআইএফপিসিএল-এর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ জনপ্রতিনিধি গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ শীত মৌসুমে তীব্র শৈত্য প্রবাহে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং স্থানীয় জনগণের সঙ্গে প্রতিষ্ঠানের সুসম্পর্ক আরো সুদৃঢ় করে।

ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিআইএফপিসিএল কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

এসময় আগত দুস্থ ও অসহায় মানুষ মানসম্মত কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা বিআইএফপিসিএল কর্তৃপক্ষসহ জেলা ও উপজেলা প্রশাসনকে এই মহতী উদ্যোগ অংশগ্রহণের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) কর্তৃক বাস্তবায়িত ২০৬৬০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট (রামপাল পাওয়ার প্লান্ট) ২০২২ সালের ডিসেম্বর থেকে ধারাবাহিকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে আসছে।

বিগত টানা দুই মাস নভেম্বর ও ডিসেম্বর ২০২৫ দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন করার খ্যাতি অর্জন করেছে। তাছাড়া নিরবিচ্ছিন্নভাবে ৮-১১% বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহ করে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সার্বিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে জোরালো ভূমিকা রেখে চলেছে এই অত্যাধুনিক তাপ বিদ্যুৎ কেন্দ্রটি। একই সঙ্গে এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করছে।

শুধু তাই নয়, রেকর্ড বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি প্রকল্পটির আওতায় স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে নিয়মিতভাবে বিভিন্ন কমিউনিটি ডেভেলপমেন্ট কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তারমধ্যে উল্লেখযোগ্য হলো শিক্ষা উন্নয়ন, সুপেয় পানির ব্যবস্থা, হুইল চেয়ার বিতরণ, শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা ও মেডিসিন বিতরণসহ অন্যান্য। এরই অংশ হিসেবে শীত মৌসুমে দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম করে আসছে।

প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত তথ্য অনুযায়ী, বিগত কয়েক বছরে মোট ১৯০০০ (উনিশ হাজার) কম্বল বিতরণ করেছে এবং আজকে আরও ২০০০ (দুই হাজার) বিতরণ করা হচ্ছে, যা শীতার্ত মানুষের সহায়তায় প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের অঙ্গীকারের প্রতিফলন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।